Site icon আলাপী মন

এ পথ এ জীবন

এ পথ এ জীবন
-রাজীব লোচন বালা

 

 

চলতে চলতে তোমার পাশে এসে দাঁড়িয়ে আজ মাগো
তুমি নিঃসহায়, নিঃসঙ্গ ,নিরুপায় আর আবেগতাড়িত জননী
ভেনাসে প্রবাহিত রক্তও আজ নিঃশব্দে বয়ে যায়,
পাখিদের কুহুতান আজ মলিন হয়ে রয়ে যায়।

 

চাতকের চলার পথে জলও আজ বিষাক্ত, সবই খণ্ড ভণ্ড,
মানুষ আজ বহুদূর এগিয়ে, সে পায় না শুনতে পবিত্র শঙ্খধ্বনি
সারাজীবন নিয়ে নিয়ে সে আজ লোলুপতার ঘোরে নিকৃষ্ট সাজ সাজে,
প্রতিবাদ জানাই, গর্জে ওঠো সেই শয়তানের প্রতি।

 

আজ ভারত স্বাধীন ৭২ বছরের উপরান্তে এই কী দেশ ছিন্নভিন্ন,
জাত- পাত আজও আছে, মুক্ত পাখির বুকে গুলি আজও বিঁধে।
শিশুরাও নেই আজ স্বাধীন, অলিন্দে নাম তার রক্তের দরজায়
এজলাস খানায় ঘুরতে ঘুরতে টাইম নিয়ে আসে প্রার্থী, সত্যের চোখ বাঁধা।

 

দাঁড়িপাল্লাকে হাতে নিয়ে সমান ভাবে আছে সবই,
লোক দেখানো এ ভঙ্গিমা গরীব মরে, পুড়ে ছাই।
সত্য আজ কালোমেঘে ঢাকা, তবুও সূর্য আছে বৈরাগ্যে
প্রতিবাদী ভাষা আজ দেশলাই , আগুন ধরাই এর খাপে।

 

রাস্তায় রাস্তায় অন্যায় হয়, কেউ যায় না মুখরিত হয়ে,
নিজের গোলায় আগুন না ধরলে, সকলকেই মিডিয়ার পর্ণ্য মনে হয়।
বিক্রিত সব, আমদানি কৃত সব পেশীশক্তি
টাকার জোড়ে মানুষ আজ মানুষেরে “মানুষ” ভাবে নারে!

 

কত রঙ্গ দেখবো দুনিয়ায় ও বন্ধুরে আমার,
বৈঠা ধরি এপার হতে ওপারে নাওরে আলোক তরী আমার।
জীবন ও মরণ , তোমারই সাথে, মানুষ আজ কীট
প্রতিবাদ জানাই মানুষের প্রতি , চলার পথে রেখে যাই এ গিঁট ।

 

প্রশ্ন জাগে মনে লুকিয়ে রাখো মনে, কে শুনবে বলো
লোভাতুর এ জগতে মানুষ পাইনা আর খুঁজে।
সুরশ্রীর সুর আর কানে বাজে না, কানতো শোনে না,
চোখ বন্ধ, মস্তিষ্ক নিজেরে লয়ে ভাবে,জিভ দিয়ে স্বাদ খুঁজি, নাকে আজ রক্তের ঘ্রাণ।

 

মানুষ আজ যন্ত্র, মানলাম এর মধ্যেও মানুষ আছে,
তবে তারা কারা? তাদের কি দূরবীক্ষণ দিয়ে দেখা যায়?

মনে নেই, চলার পথ অত্যন্ত বন্ধুর, রক্তস্রোতে ভিজতে ভিজতে

এ পথ, এ জীবন কী শিখিয়ে যায় আমারে?

Exit mobile version