শ্বাসমূলে বেঁচে আছি
– আব্দুল লতিফ মন্ডল
চারিদিকে ছাই এর স্তূপ থেকে ধোঁয়া,
উবে যাচ্ছে তাতে সত্য,মনুষত্ব, ন্যায়-নীতি,
সহজ-সরলতা আর স্বচ্ছ বোধ।
বুলবুল ,ময়না তে ভুলেছে গান,
বড্ড ছন্দহারা মানুষ হাঁটছে পৃথিবীতে,
তাই ভার বেড়েছে যে তার,
সংকীর্ণ মানুষের মোড় ফেরাতে,
সে ডাকে সুনামি,আয়লা, কখনো বা হুদহুদ।
কখনো বা গাঢ় গলিত লোহার লাল ,
বুক চিরে দেখিয়ে দেয় মা,
মায়েরা সন্তানের দুঃখের প্রাপক,
তার আসন বলতে তো ওই বৃদ্ধাশ্রম।
তবুও মায়েরা নির্বাক, নিঃস্পৃহ,
হাসি মুখে দিব্বি কাটিয়ে দেয়
সংসার নামক ভাঙা জাহাজ।
মূল্যবোধ আজ গড়াগড়ি যায় বালুচরে,
অবক্ষয়েই গড়ে তুলেছে সে দ্বীপ।
দরিয়ার নীল জলের বিষ ঘিরেছে চারপাশ,
মানুষে দেবতা গড়ি ,দেবতা গড়ে না মানুষকে,
মনীষীরা পুনঃ উঠবে জেগে মানগ্রোভের শ্বাসমূলে।