Site icon আলাপী মন

সৃষ্টির গান

সৃষ্টির গান
-তোফায়েল আহমেদ

 

 

অপ্রাপ্তির রোদন বেদন নিরবের মিলন চলমান
ধরার জীবন ভাটায়,
বিলাসী মানসের জীবন সদাই সুখী হতেই চায়
যাপনের পাতায় পাতায়।

 

চরণের চলনে, কথনের বলনে আপনকেই
সদায় হিয়ার বাসনায় চায়,
মূল আপন আসে ক্ষণিকের কোন লগ্ন স্রোতে
অনুভব বপনের সুধায়।

 

ভালোবাসা এসে সৃষ্টির শেখরে স্বাদ লাগিয়ে
দূরে চলে যায়,
সারাজীবন অনুভূতি দিয়ে সেই স্বাদ খোঁজে
ভবের নৌকা বায়।

 

নিভৃত ব্যথায় দৃষ্টির বৃষ্টিতে ভিজে যায় সৃষ্টির
কত বুকের পাজর,
কষ্ট পেতে পেতে জীবন শুদ্ধ,স্বচ্ছ, অনিন্দ হয়,
অভিজ্ঞতার দোসর।

 

আশা -নিরাশার দোলাছলে সব জীবনই চলে
মনের আয়নায় ধরে বায়না,
অপেক্ষা- আপেক্ষিক হয়ে গড়িয়ে পড়িলেই
সংযম কারো সহেনা।

 

শুকনো পাতারা ঝরে যায়, মৃদু পবনের টানে
হয় অচেনায় একাকার,
সুখ বলতে কিছু নাই, রয়েছে তার উপাদান
যার নির্যাসে গড়ে বাসর।

 

দুঃখ না থাকিলে আপন জীবন অচিন থাকে
কোলাহলের বাজারে,
চর্মের – কর্মে মায়ার টানে সুরের জীবন ঘুরছে
ভবের এই অবাক সংসারে।

 

জ্ঞানীরা মনুষ্যত্বে চিনে নেয় আলোর বাতিঘরকে
কর্তায় হস্ত বাড়িয়ে,
তাই শ্রেষ্ঠ সৃষ্টিরা স্রষ্টায় নিবেদিত থাকে স্বার্থ-
মোহ, লোভকে তাড়িয়ে।

 

পৃথিবীটা সৃষ্টি হয়েছে অান্তরিক ভালোবাসার
বাঁধনের উপরে,
সময়ের স্রোতে কামনার গান গায় আজীবন
ভবের ক্ষণিক বালুচরে।

Exit mobile version