দশটা-সাতটা
-অণুশ্রী দাস
দশটা সাতটার জীবনে ক্লান্ত আমি,
ক্লান্ত তুমিও, কিন্তু সময়টা খুব দামি
হাতের ফাঁকে ওঠা ধোঁয়ার মিছিলে
ব্যর্থতার স্লোগান বাজে আবছায়া নীলে
দশটা সাতটার জীবনে উদাসীন আমি
রাস্তা ক্রসিংএ হাত ধরা প্রেম কমদামি
ঠোঁটের ভাঁজে নিকোটিনের ছাপে
আমার মানসিক চাপ হিসেব মাপে
দশটা সাতটার জীবনে অভ্যস্ত আমি
হারিয়ে গেছে রঙিন কিছু স্বপ্ন বেনামী
একঝলক ঠান্ডা হাওয়ার গভীর খাদে
তোমার গালের দুঃখ আমার মনে ঘর বাঁধে
দশটা সাতটার জীবনে ভালো আছি আমি
দিনের শেষে তোমার চৌকাঠে এসে থামি
আঁচলের উষ্ণ আলিঙ্গনে নিশ্চিন্তের ঘুম
তোমায় ভালোবেসে চোখে রাত নামে নিঝুম….