Site icon আলাপী মন

শুষ্ক প্রবাহ

শুষ্ক প্রবাহ
-সত্যদেব পতি

 

 

দিনান্তে প্রতি গোধুলীর রঙে তোমার ছড়ানো আবীরে লুটোপুটি খায় প্রেম,
বিস্মিত নয়নে ভালোবাসার কাজল পরে
অপলকে চেয়ে দেখি…
ঐ যে দূরে মেঘ আর মেদিনীর সঙ্গম,
সেখানে আমাদের মিলন ক্ষেত্র…
সাগরের বুকের গভীরে যখন অস্তমিত হয়
দিবাকর সেখানেও দেখা যায় সাগরীয় প্রেম,
বিশ্বাসের মেঘবলাকা যখন রক্তিম হয়,
তার মাঝে আনন্দ লহরী গায় ভালোবাসা…
আমার কল্পনার স্মৃতি সৌধে তোমার উপস্থিতি,
কখনো শ্রাবণী মেঘ তো কোথাও শরতের মহোৎসব..
কল্পিত মনে ভালোবাসার বাতায়ন,
হৃদয়ের প্রতি প্রকোষ্ঠে অনাবিল আনন্দের বসন্ত,
যখন তোমার অনুপস্থিতির অনুভব হয়—
আমার কল্পনার নদীর জল শুকিয়ে যায় সহসা কোনো দুরন্ত জৈষ্ঠের প্রখর দাবদাহে,
প্রবাহ থাকে অবিরত, প্রেমের জোয়ার তখন ভাঁটার টানে হয় নিম্নগামী…
কিন্তু কেন হয় উত্তর পাই না তার.
মনের গভীরে শুরু হয় শুষ্ক প্রবাহ…

Loading

Exit mobile version