কিছুক্ষণ
-প্রীতি মান
কিছু ঠিক হারিয়েছে দিক,
কিছু ভুল গুনেছে মাসুল ।
কিছু সুর পেরিয়েছে দূর,
ঝরেছে ঝরাপাতা ফুল ॥
কিছু দিন ভুলেছে সেদিন,
কিছু রাত এসেছে হঠাৎ ।
কিছু রঙ হয়েছে বেরঙ,
ছুঁতে চায় আজ দুটি হাত ॥
কিছু স্মৃতি পাঠিয়েছে চিঠি,
কিছুক্ষণ হারিয়েছে মন ।
কিছু গান দিয়েছে যে টান,
যেন এক মধুর মিলন ॥
কিছু কিছু কথাতে,
কিছু ভালোবাসাতে —
কিছু স্বপ্ন দেখাতে,
কিছু সুর মেলাতে ॥
কিছু ভোর খুলেছে যে দোর,
কিছু শেষ হয়েছে বিশেষ ।
কিছু কাল হয়েছে সকাল,
যেন এক স্বপ্নের দেশ ॥
চেনা পথ মেঘে ঢাকা রথ,
ভুলো মন করেছে যে ভুল —
কিছু ঠিক হারিয়েছে দিক,
কিছু ভুল গুনেছে মাসুল ॥