ডেঙ্গু
-সোহিনী সামন্ত
ম্যানহোলের ঘামে জমে থাকে গাঢ় কালো কাঁদার নিঃশ্বাস ……
মশাদের কৌমার্যে বিষাক্ত মৃত্যুদূতের জন্ম হয় …
রক্তবীজের মোহজালে কামানের গোলা নিভে যায় …মানুষের
জীবন কষ্টের কষ্টিপাথরের বদ্ধ হয়ে শ্বাস হারায় …।
প্রভাতী আলোয় বীজের বপন হয় অহর্নিশ …
চারিদিকে জীবাণুর ত্রাস …হসপিটালের অভিশপ্ত ঘরগুলি কেঁদে ওঠে…
মুক্তি পায় জীবন …… নিস্তারহিন অবগাহন