কবিতা

শঠতার দম্ভ

শঠতার দম্ভ

-অমল দাস

 

 

পথের বাঁকে মূর্ছায় ইতিহাস স্তম্ভ

রক্তবীজের সেথা উল্লাস দম্ভ,

নীল বিষাক্ত সরীসৃপে চারিদিক

সৃষ্টির বুকে পা ধ্বংসের সৈনিক ।

 

অসংখ্য বনানী কাঁপে ঝড়ের দাপটে

বাংলার রঙরূপ শঠতার কপটে,

বেদরদী জলধারায় মৃত্তিকার ক্ষয় হয়

বৈষম্যের জ্বলন্ত হোমে ভারসাম্যের ভয়।

 

একদল নরকীটের ডি.এন.এ. বদলায়

শুম্ভ নিশুম্ভের আঘাত অর্থ ব্যবস্থায়,

রক্তের পেয়ালায় ওদের তৃষিত চুমুক

নিরুত্তর গৃহ! আবর্জনা জমছে জমুক।

 

কুনো ব্যাঙসম ফোলে ঔদ্ধত্যের বল

ঝাণ্ডার নামাবলীতে মৃত্যুর ফুটবল,

উন্মাদ বরাহের কাদাজলে কীর্তন

গার্হস্থ্য জীবনে যত হায়নার সমাবর্তন।

 

নিঃস্ব ক্ষুদ্র জলজরা কুমীরের গ্রাসে

খাণ্ডব জ্বলছে আছি মোরা ত্রাসে,

অভিযাত্রীরা অসহায় আঁখি বন্য বাঁধনে

অদৃশ্য শৃঙ্খলে বাঁধা মুক্তি সেই শ্মশানে।

 

Loading

4 Comments

Leave A Comment

You cannot copy content of this page