Site icon আলাপী মন

শেষ পৃষ্ঠায়

শেষ পৃষ্ঠায়
-অযান্ত্রিক

 

 

স্টেশনের নির্জনতা ভেদ করে,পরবর্তী প্রেমের খবর হয়,
পূর্ববর্তী ভালোবাসার যাত্রীরা একে একে চলে যায় নিজস্ব গন্তব্যে।
প্রাক্তন ভালোবাসা
সদ্য প্রসবা নদীর বুকে ভাসিয়ে আনে অপরিচিত শব,
লোকে দূর থেকে দেখে, চিনতে পারে না ,চিনতে চায়ও না।
আত্মজীবনীর একটা পরিচ্ছদের শেষে
দীর্ঘশ্বাস ,যতিচিহ্ন হয়ে থেকে যায়।

প্রতি বিরহে, কিছু অন্যায়, কিছু অনমনীয়তা থাকে
যাতে ভালবাসা আয়নার মতো, খুব কাছাকাছি গেলে দেখা যায়,
কেউ কেউ দেখে যায় উঁকি দিয়ে,কেউ ঘেন্নায় মুখ ফেরায়।
আত্মজীবনীর আরেকটা পরিচ্ছদের শেষে
দীর্ঘশ্বাস ,যতিচিহ্ন হয়ে থেকে যায়।

তবে, এক এক রকম ভালোবাসা আছে,যা উৎসবের দিনে ,
হঠাৎ নোঙরা হওয়া পোশাকের মতন বদলানো যায় না প্রকাশ্যে,
এক এক রকম ভালোবাসা আছে যা দেখা যায় না কিন্তু অনুভব ,
ভোরে যায় আত্মজীবনীর পাতার পর পাতা।

আবার এক সময় ,ভালোবাসা হয়ে যায় বন্ধুর মতো ,কড়া নাড়ে দরজায়,
এক এক রকম ভালোবাসা শুধু মাত্র স্বপ্নেই সুন্দর লাগে,
এক এক রকম ভালোবাসা রাত্রির বিছানায় প্রমত্ত সুখের মতন,
অথচ ঠোঁটের কোনে প্রগাঢ় প্রতিশোধ,
তবু জীবন জেগে থাকে অলীক সপ্নের কেল্লার বিনিদ্র প্রহরীর মতো,
আত্মজীবনীর পাতার পর পাতা ভরে যায়।
শুধু সমাপ্ত লেখা থাকে আবছা কালির দাগে শেষ পৃষ্ঠায়।

Exit mobile version