Site icon আলাপী মন

রজনীগন্ধা

রজনীগন্ধা
-বুদ্ধেশ্বর মোদক

 

 

আমি এক রজনীগন্ধা…
সূর্যালোকের সাথে সাথে বিকশিত হয়ে উঠি।
রূপ,রস,গন্ধ…আহা!
সে কি বাহার!
সব কিছুর প্রেমে মত্ত হয়ে ওঠে কীটেরা।
বিশ্বাস করো,ভালোবাসো,
স্থান দাও তোমার হৃদয়ে…
একই ভাষা প্রতি কন্ঠে।
অহংকারের গর্ব নিয়ে গর্জে উঠি আমি।
মিষ্টতায় মোহিত করে
স্থান পায় এক অনন্য।
ম্লান হয় সূর্যের আলো,
ঘনিয়ে আসে অন্ধকার।
ঘুটঘুটে এই অন্ধকারে
আমার মাঝে বাসস্থান খোঁজে সে।
গভীরে,আরো গভীরে,
ধীরে ধীরে, নিঃশব্দে,
আমায় গ্রাস করতে থাকে সে।
আমি নির্বাক,আমি নিশ্চুপ।
আমি বাধা দানে অক্ষম।
আর আমার সেই
রূপ?রস?গন্ধ?
আমি আজ বসন্তের পাতাঝরা গাছ।
কিন্তু সেই কীট আমার মতো
প্রতিনিয়ত ভালোবাসে কাউকে।
ভালোবাসে? হ্যাঁ।ভালোবাসে।
তার কাছে সেটাই ভালোবাসা।

Exit mobile version