কবিতা

তালগাছ

তালগাছ
-শচীদুলাল পাল

 

 

আমি অঙ্কুরিত তালগাছ একহারা,
সাথী ছোট ছোট ঘাস ফুল চারা।
কথা বলে খেলা করে মিলে মিশে আত্মহারা।
ধীরে ধীরে বড় হতে গরীয়ান দিশাহারা।
চারপাশ ছোট হতে হতে হলাম ছাড়া ছাড়া।
দূরে তালগাছ হাসতো দেখতাম পাতা নাড়া।
কেউ কথা বলেনা কাছে আসেনা সাথীহারা,
সবারই ত সাথী আছে আমি শুধু ছন্নছাড়া।
ঝড়ের প্রেমিকা বৃষ্টি আকাশের সাথী তারা।
সুন্দরী বিজলীলতা সহ মেঘ জলধরা।
বরষায় জড়িয়ে থাকত সুন্দরী লতারা।
হেমন্ত শিশিরের সাথে চলে গেল তারা।
দীর্ঘশ্বাসে দুঃখে হলো সারাক্ষণ সারা।
বিষণ্ণ দিনে রবি রাতে দেখি চাঁদ তারা।
ছোট ছোট পাখীদের কিচিরমিচিরে মন হারা।
থাকলো না দূর দেশে চলে গেলো তারা।
নিজ হাতে বাসা বেঁধে থাকত বাবুইজোড়া।
একদিন বাসা ছেড়ে পালিয়ে গেলো আমি মনমরা।
গিন্নিদের হাতে তালবড়া আমার রসে বেঁহুশ মাতালরা।
তুফানে অটল আভিজাত্যে গগনচুম্বী লম্বায় সেরা।
সইলো না বাঁচতে দিলোনা এমনি কপালপোড়া।
একদিন অস্ত্রাঘাতে তিলে তিলে হত্যা করল খুনিরা।
ব্যাথা যন্ত্রণা শেষে ভূ-পতিত জীবনধারা।
মাটির বাল্যবন্ধুদের কাছে প্রত্যাবর্তন প্রাণছাড়া।
আমারও তো প্রাণ আছে আবিস্কৃত জগদীশ দ্বারা।
আর আছে প্রেম অনুভুতি জেনে রাখুন আপনারা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page