কোথায় এতো ভালোবাসা
– সানজিদা শোভা
আজকাল এই যে এত ভালোবাসার সমাহার,
কোথায় এতো ভালোবাসা বলোতো?
কোথাও কি আছে ভালোবাসা…
কোথাও নেই।
নেই চায়ের কাপে, নেই হাতের মুঠো..
দেয়না কেউ কদমের গুচ্ছ।
খোপাতে ফুল পড়েনা শখের বসে, হাতেতে বাজেনা চুড়ি প্রিয়জনের তরে,
কয় না কথা কেউ হেসেখেলে সবাই যে যার মত মান-অভিমান নিয়ে বসে থাকে।
অভিযোগ পাহাড় সমান, মিথ্যে যেন আকাশ ভরা…
হাতগুলো তারার মেলা,
কোনটা ছেড়ে কোনটা যে নেয় পায়না ভেবে…
কোথায় এতো ভালোবাসা,
সব কিছুতে নাটক ভরা…
হৃদয় ভরা লালসাতে…
ভালোবাসা ভরাট বুকে, গভীর তটে..
দেহের কাছে দেহের ছোয়া কেবল।
ভালোবাসা আজ দাড়িয়ে নাকি যৌবনের ঐ তাড়নাতে,
কোথায় এতো ভালোবাসা পাও খুঁজে পাও তোমারা সবাই!
সবগুলো ঐ লোক দেখানো নাট্যমঞ্চের নাটক রচানো,
সবই কেবল লালসা।
তবে ভাগ্যবান – ভাগ্যবতী তো তারা যারা রয়েছে এই লালসা থেকে বহু দূরে….
পবিত্রতায় ঘেরা।