গাছই জীবন
-পরিতোষ রায়
মানুষের যদি অঙ্গ কাটে
ব্যথা পায় তাতে !
উদ্ভিদেরও তো প্রাণ আছে
তবে তাদের কেটে নিয়ে যাই কেনো হাটে !
গাছের জন্য প্রাণ বাঁচে
আর প্রাণের জন্য সব !
প্রাণের আশা ত্যাগ করে মন
গাছ ধ্বংসের জন্য নাচে!
মানুষ যে আজ বড়োই পাষান
শুধু মুখেই বলে গাছ বাঁচান !
সত্যি যদি বাঁচান গাছ
তবে কেনো এত অক্সিজিনের টান !
দিকে দিকে বাড়ছে দূষণ
তবুও তো হচ্ছে না জ্ঞান !
শুধু মুখেই বলে জ্ঞানের কথা
আর কাজের বেলা আমি তো একা !
কাটছে গাছ হচ্ছে বাড়ি
এ যে আর সইতে নারে !
তবুও তো সইতো মনে
যদি থাকতো বনভূমি !
গাছ যে মোদের অমর আপন
তাই তারে বাঁচাও ভুলে কাটার স্বপন !
তবেই পাবে শুদ্ধ বাতাস
আর রোগমুক্ত জীবন !