তোমায় ভালবেসেছি বলে
-পলি ঘোষ
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি আজ কলম ধরেছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি বিরহের জ্বালা ভুলেছি ।
তোমায় ভালোবেসেছি বলে ;
তাই আমি চোখের জল মুছেছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি প্রভাতের সূর্য ওঠা দেখেছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি গঙ্গার বুকে প্রদীপ জ্বেলে ভাসিয়েছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি নতুন করে বাঁচতে শিখেছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি নিত্য নতুন শব্দের
আবিষ্কার করতে পেরেছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি খুশিতে আপন মনে পথ চলেছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি নিজের অজান্তে নতুন
এক জগত সৃষ্টি করেছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি কবিতার ভুবনে
নিজেকে মেলে ধরেছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি নিজেকে নতুন
করে সৃষ্টি করে চলেছি ।
তোমায় ভালোবেসেছি বলে ;
তাই আমি অজানা কে
জানতে নতুন করে শিখেছি ।
তোমায় ভালবেসেছি বলে ;
তাই আমি হৃদয়ের মাঝে
সুখের এক নীড় বেঁধেছি ।