Site icon আলাপী মন

তোমাকে, শুধু তোমাকেই…

তোমাকে, শুধু তোমাকেই…
– সঞ্জয় দাশগুপ্ত

 

 

আগোছালো টেবিলেতে
ডাঁই করা বই, আর, পেন্সিল-খাতা-
উড়ে যাওয়া জীবনের ছেঁড়া ছেঁড়া পাতা-
তেপান্তরের মাঠ, বিকেলের ভাঙ্গা হাট,
মনের গহন কোনে কানা ঘুঁজি-গলি-
দেওয়ালের উজ্জ্বল কলি-আনন্দ-বিষাদের,
গোধুলি ও ঊষাদের জলরঙা ছবি-
আলমারী-দেরাজের, জীবনের জাহাজের একগোছা চাবি-
এ্যালার্ম ঘড়ির মত জানিয়ে যাওয়া-
দিন-বদলের পথ-চলতি হাওয়া-
অবসান এ রাজের,
শ্রেণী-হীন সমাজের, অনাগত এ আমার পরম পাওয়া-
মায়ের মমতা-মাখা, কোলেতে শুইয়ে রাখা-
দুধের গন্ধে ভরা ঘুম-ভাঙ্গা হাই,
নস্ট্যাল্‌জিক এক সাঁঝের সানাই-
অম্লান কৈশোরে খেলা, হই-চই,
অন্তিম সেদিনের হরি-বোল, খই-সব
তোমাকে দেবো, তুমি তৈরী থেকো-
জীবনের ওমে সব সামলে রেখো..

Exit mobile version