সফল সরণী

সফল সরণী
-কৃষ্ণ বর্মন

 

 

আবেগের অভিজাত বায়না পূরণে ব্যর্থ ছেলেটা
ফুটপাথে এখন অভিযোজনের নুড়ি কুড়ায়
রাজপথ দিয়ে হেঁটে যায়
তাঁর এক সময়ের সঙ্গী অভিজাত আবেগরা
ছেলেটি ওদের চিনতে পারে
ছেলেটি ওদের পিছু ডাকতে চায়
ডাকগুলো ভিতরেই বাক্স বন্দী হয়ে রয়ে যায়
তাদের আর ডাক হরকরা হয়ে ওঠা হয়না।

একদিন সব নুড়ি কুড়ানো হয়ে যাবে
একদিন সব আবেগ গুলোই হাঁটবে
অভিজাত রাজপথ দিয়ে
তাঁদের পদচারণায় ফুটপাতে
উড়বে না আর ধূলিকনা
কোনো নুড়িই রাজপথকে করবে না আলিঙ্গন
সেদিন ব্যর্থ ছেলেটা
সেদিন অসংখ্য ব্যর্থ ছেলেরা
আবেগের অভিজাত দাবীতে নয়
বরং আভিজাত্যের আবেগে
রাজপথ আর ফুটপাথকে
একত্রে সময় সারণীর
সফল সরণীতে হাতে হাত ধরে হাঁটবে।

Loading

Leave A Comment