Site icon আলাপী মন

উপলব্ধি

উপলব্ধি

-পারমিতা ভট্টাচার্য

 

 

ভালোবাসায় ‘না ‘একটা গোটা শব্দ
শীতের ভোরে কুয়াশার চাদর গায়ে ঢেকে
ভোরের সূর্যের আলো গায়ে মেখে
কী পেলাম আর কী-ই দিলাম
তার হিসেব গোপনে রেখে
একটা হলুদ পাখি অবিরত ডেকেই যায়।
কতটা ভালবাসলে একটা নদী হওয়া যায়..
তার হিসেব আমি রাখিনি কখনও।
কতটা জল গড়িয়ে পড়ছে ঝরনা হয়ে
গাড়োয়ালের গা বেয়ে….
তার হিসেবও রাখিনি কখনও।
মেঘের রাজ্যে মেঘবালিকা হয়ে
কতটা সুখ চুঁইয়ে পড়লো
আমার গালের উপত্যকায়
তারও হিসেব রাখা হয়নি আমার ।
আমি শুধু জানি
তোমার হৃদয় চৌকাঠে এসে
অবশেষে হার মানি
আর পৃথিবীর একপ্রান্তে বসে
উপলব্ধি করি….
ভালোবাসায় ‘না ‘একটা গোটা শব্দ ।।

Loading

Exit mobile version