এলোমেলো
-অমল দাস
এলোমেলো স্বপ্নের লক্ষ্যেরা দিশাহীন
অভিজাত বাহ্যিকে অন্তর অতি দীন ।
বেকারত্বের আবহে থেমে আছে ফাগুন
মাঝরাতে শিহরণে জেগে ওঠে আগুন ।
ভাবনারা সীমাহীন বাস্তবে গহীন
শয্যার কামনাতে বিছানারা মলিন।
প্রান্ত দেওয়াল ঘেঁষে কত ছবি ফোটে
মৈথুন দিনকালে শুকতারা ছোটে ।
জিয়ন কাঠির ছোঁয়ায় খুলে যায় পর্দা
ক্লান্তির অবকাশে চোখে নামে নিদ্রা ।
ভিজে ভিজে গলি পথে কিছু কাদামাটি
প্রেম-টেম ধোঁয়াশা সব শরীরটাই খাঁটি ।
বিবর্ণ প্রভাতে এক নিস্তেজ অবয়ব
শুদ্ধির স্নানে মোছে স্বপ্নের কলরব।
ব্যর্থতার পথ ধরে খনিজের সন্ধান
অনুচ্চ গিরিদের নেই কোন সম্মান।