কবিতা

জীবন প্রবাহে…

জীবন প্রবাহে…
-সত্যদেব পতি

 

 

নীরবে ঝর্ণা বহে নিজ পথ ধরে মিলন পিয়াসে মহাসাগরের তরে,,
আমি দুর হতে দেখি বিগলিত নয়নের নীর ঝরে ধরনীর পরে..
আমি জিঞ্জাসা করেছি তুমি কাঁদো কেন?
উত্তরে সে বলেছে এটা তার স্বভাব,
উত্তরের হিমালয় তার জন্মদাতা,
মাতা ধরিত্রীর কোল আলো করেছে অজান্তে…
চারিদিকে সবুজ বনানী আর হরিৎক্ষেত্রের সমারোহে আজ সে উচ্ছল যৌবনা,
সারা গায়ে বিচ্ছুরিত সুর্য্যালোকের তপ্ত দহন,
রাতের আকাশে যখন পুর্নশশীর জোছনা স্নান করে তখন হয় পুণ্যতোয়া গঙ্গা,
সন্ধাকাশের নীল ধ্রুবতারার আলোকস্পর্শে
সে প্রতিদিন ঋতুব্রতী হয়,
তার প্রেমের বন্যা প্রবাহিত হয় অথৈ তরঙ্গ নিয়ে,

যৌবনের মৌবনে যখন মাতাল ভ্রমরের গান হয়,
সেই গান তাকে ঘুমোতে সাহায্য করে প্রতি রাতে,
কখনো বিনিদ্র কাটে কোনো অশান্ত বর্ষা রজনীতে..
ভরা কোটালের গর্জনে শিউরে ওঠে মন,
তবুও সে তার প্রবাহ বন্ধ করেনি,
কারণ সে জানে তার প্রবাহে আছে হাজার জীবনের জীবিকা,
নিজে অবলীলায় ভেসে চলে পাথর মাটি ভেদ করে.,
তবুও জীবন যেন থমকে আছে কোনো অছিলায় নীল স্বপ্নের রঙীন আলোতে..

Loading

Leave A Comment

You cannot copy content of this page