Site icon আলাপী মন

বিবেক

বিবেক
-শুভঙ্কর অধিকারী

 

 

বিবেক তুমি কি সেখানে আছো!

বাতাস যেখানে করে না প্রবেশ সেই কাঁচের
নিশ্ছিদ্র দেহের মাঝে তুমি কি করছো বসবাস!
দম বন্ধ হয়ে আসে না তোমার কভু
তোমার বুঝি ঘাড়ের উপর পড়ে না নিঃশ্বাস!
যেথায় স্বার্থপরতা বিরাজ করেছে অহর্নিশি
সততা যেখানে বিকিয়ে গিয়েছে অর্থের তরে
নির্লজ্জের মত বাড়িয়ে দেওয়া হাতের তালু মাঝে
মনুষ্যত্ব যেখানে নিথর নীরব হয়েই শুধু মরে!

বিবেক তুমি কি সেখানে আছো!

উই পোকাতে খাচ্ছে কুরে কুরে সকল আইনি কেতাব
যেমনি করে ঝাঁঝরা হওয়া নিকোটিনে হৃদপিণ্ড!
কালো পর্দায় ঢেকে রাখা চোখে অন্ধ সেজে থেকে
যেখানে অর্থের পরিমাপে হেলে পড়ে বিচারের মানদণ্ড!
জোকের মত অবিরত রক্ত শোষণে স্ফীত হয়ে মৃত
তবু ধারালো দাঁত আর নখের মাঝে তাজা রক্তের ছাপ!
জীবন যেখানে কেনাবেচা হয় অতিরিক্ত অর্থের লোভে
কারো চোখের জলেও হয় না যে মনে কোনোই অনুতাপ!

বিবেক তুমি কি সেখানে আছো!

বিলাসিতার মাঝে আরামে আয়েশে জীবন তরী বাহিত যেখানে
বায়োস মেলাতে কা-কা স্বরে যারা খুঁটে খুঁটে খায় অন্ন!
উপড়ি আয়ের পাহাড়ে, আহারে-বিহারে তবু থাকে সাধু বেশে
অগাধ অর্থে থরে থরে ভরে আত্মসাতে পাপের কলস হয়েছে পূর্ণ!
লাশের পাহাড়ে ইমারত গড়ে, মাটির প্রতিমাকে স্বর্ণেতে মুড়ে
অর্থের সম্ভারে দম্ভের কারাগারে যারা হতে চায় দেবতুল্য!
সাজিয়ে প্রণামির থালি, দিয়ে শত পশুবলি দেব-দেবী করতে ধন্য
স্বার্থ পূরণে অর্থ লেহনে ধূলায় লুঠিছে সততার মূল্য!!

বিবেক তুমি কি সেখানে আছো?

যেথা চোখের আড়ালে কখনওবা টেবিলের তলে হয়ে যায় লেনদেন
সম্মানের চেয়ারে কলমের আঁচড় যেথা কালিমা লিপ্ত অহরহ
শিক্ষার কাঠামোতে ঘুণের বাসা! আঁধার ঘনালো বুঝি আগামীতে
সরষের ভিতরে ভূত অদ্ভূত চিতায় জ্বলছে প্রতিবাদীর শবদাহ!
বিবেক তুমি কি সেখানে আছো?সেই দেহে কি জ্বলছো তুমি!
নাকি ঘুষের কবলে নিজেকে বিকিয়ে কুলুপ এঁটেছো মুখে!
সাদা কালোর ফিকে আলোয় বেঁচে থাকুক মনের আশা
শুভ অশুভের মেলবন্ধনে বোধদয় হোক থাকুক সকলে সুখে!!

Exit mobile version