অনুভবে
– রীণা চ্যাটার্জী
একা একা বসে থাকা উদাসী এককোণে
রিক্ত, সিক্ত বেদনায় ব্যাকুল শীর্ণ মনে,
দৃষ্টি জুড়ে ছিল শুধু অসহায় নীরবতা
খুঁজে চলে, খুঁজে ফেরে জীবন বারতা।
চিন্তা,সাধ অবিন্যস্ত, ভীষণ অগোছালো
ভাবনা হয়না সাথী অবাধ্য এলোমেলো!
অন্ধগলি, বন্দী জীবন ধূসর গোধূলি লগন
অজানা ভালোবাসায় হলো সূক্ষ ছন্দপতন।
ভ্রম ছিল, ভয় ছিল, আর ছিল বেড়াজাল
সংস্কারের বাঁধনে রাখা অতি গোপন আড়াল,
ছন্দ সুরের বীনার ডাকের উদাত্ত আহ্বান
জীবনিশক্তি দিয়ে যাওয়া বোধ অফুরান।
বাঁধ ভাঙ্গা জ্যোৎস্নালোকের অম্লান দ্যুতি
বেহিসেবী, বেনিয়মে মেলে সব লাভ ক্ষতি,
জানা-অজানা প্রশ্নের হয়নি তো উচ্চারণ
সব ক্ষতই জুড়িয়ে দেওয়া সেই মাহেন্দ্রক্ষণ।
অস্পৃশ্য অদৃশ্য সোহাগে ভরিয়ে যায় তনুবাগ
শ্বাস-প্রশ্বাসে জুড়ে বিলাপ আদুরে বেহাগ।
অকাতরে বিলিয়ে যাওয়ার মায়া ধূম্রজাল
অনুভবে সর্বক্ষণ ফোটে স্মরণিকার শতদল।
সাত সুরে, সাত রঙে রাঙা-সুরেলা আলাপনে
মন-দীপ নিবেদিত হতে চায় পূজার নির্বাণে।
খুব সুন্দর
ধন্যবাদ সুহৃদ
ভালো লাগলো
ধন্যবাদ সুহৃদ
বাহ, খুব সুন্দর ….
🌹🌹