Site icon আলাপী মন

গোলাপের কাঁটা

গোলাপের কাঁটা
-অমরেশ কুমার

 

 

ফুল হয়ে,  একই সাথে মোরা ফুটেছিনু গাছে শাখে শাখে  ;

পাশাপাশি, হাসিখেলি দুলেছিনু মৃদু বাতাসেরও সাথে।

সেদিন বলোনি তুমি ! বলোনি তো কখনও হারাবো তোমায়;
আজ দেখো প্রিয়া, একাকীত্বের ব্যাথায় দুলিতে হইছে  আমায়।

জানি, তুমি গোলাপ হয়ে পাপড়ি মেলে পেয়েছ হৃদয়ে ঠাঁই;
আর আমি? মরা ফুল হয়ে পেয়েছি ভালোবাসার জ্বলন্ত ছাই।

তোমার ওই গোলাপ কাঁটার আদরে আঁকা লাল ক্ষত রেখা বুকে 

তবু আমি ! জেগে আছি বেঁচে থাকি স্মৃতির মোড়কে রাখা এক চিলতে সুখে।

শুখা ঝরা ফুল তুলে সাজায়ে লয়েছি  রক্তে রাঙিয়ে মম পুস্পার্ঘের ডালা 

মৃত গাছে প্রাণ দিতে যদি আসো কভু -পড়িবে তুমি? দুর্গন্ধে গাঁথা মালা।।

Exit mobile version