Site icon আলাপী মন

হারিয়ে গেছি

হারিয়ে গেছি
– প্রীতি মান

 

 

আমি হারিয়ে গেছি, হারিয়ে গেছি এক অজানা দেশে,
নাম জানিনা, ধাম জানিনা, থাকছি ছদ্মবেশে।
কী পরিচয়, কী সংশয় কিছুই বুঝি নাকো,
এমন দেশে, বলছে কে সে নিজেকে গোপন রাখো।
শুধুই দেখি গাছ-গাছালি, নেইকো কোনো জন —
আমায় দেখে, আদর করে, করছে স্বাগতম ।
পাখ-পাখুরি পাখ ছড়িয়ে অশ্বত্থ আর বটে
বলছে যেন “এসো, এসো মোদের দেশের তটে”।
পাহাড় চূড়া নৌকোখানি, সূয্যিমামা পালে,
সুকুমার মেঘগুলিতে তরল স্বর্ণ ঢালে।
নীল দিঘি, ঝিকিমিকি করে সারাক্ষণ,
স্রোতের ধারা, পাগল পারা করছে যেন মন ।
কালের ছায়ায়, ঘুমের মায়ায়, খেলছে রবি-শশী,
ভাবছি আমি হারিয়ে গেছি স্বপ্ন দেশে বসি॥

Exit mobile version