বহ্নি পতঙ্গ

বহ্নি পতঙ্গ
-সঙ্কর্ষণ

 

 

এমনি করেই একদিন উড়তে উড়তে
বিশাল পাহাড় সমুদ্রগুলো পেরিয়ে যাবো…
পেছনে খাল, বিল, মরুভূমি ফেলে ইচ্ছেগুলো
সব অজান্তেই আকাশের বুকে মিশে যাবে।

মাঠের সবুজ ঘাসে নিজের মখমলে ডানা ঘষে
প্রজাপতি থেকে ফড়িং হয়ে যাবো আমি।
প্রাণভোমরার বোঁ-বোঁ শুনতে পেলে ছুটে যাবো
কবিতার রক্তমাখা লাশ পড়ে আছে যেখানে।
রোদের তাপে ফ্যাকাশে হওয়া ডানা বেয়ে
সরীসৃপের মতো চলে যাবে একদলা আগুন…
ঘেন্নায় নেতিয়ে যাবে প্রাণ, ঠাণ্ডা হবে রক্ত,
পাল্টে যাবে রঙ, উড়তে ভুলে যাবো।
শেষে তুমিই আমায় গিরগিটি বলে ভুল করবে…

আমারও প্রজাপতিজন্ম সার্থক হবে।

Loading

One thought on “বহ্নি পতঙ্গ

Leave A Comment