Site icon আলাপী মন

জীবন যে রকম

জীবন যে রকম
-জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী

জীবনটা কবিতার কোনো ছেঁড়া পাতা নয়…
নয় বিখ্যাত কোনো কবির বহু প্রচলিত কবিতা…
নিষ্ঠুর, কঠিন, কঠোর গদ্য, সুরহীন, ছন্দহীন, তালহীন,
কিন্তু প্রানহীন কখনোই নয়।

অসম্ভব জীবন্ত,

প্রখর রৌদ্রে পিচগলা রাস্তায় ক্লান্ত, অবসন্ন, পিপাসার্ত
পথিক যেমন দুরন্ত বেগে গন্তব্যে ছুটে চলে, ঠিক তেমনই গতিময়।
মেলার ভিড়ে মাকে হারিয়ে ফেলে ছোট্ট শিশু ভীত, সন্ত্রস্ত,
আকূল হয়ে যেমন মাকে ই খোঁজে….. তেমন ই আকূলতা ময়।।
সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর ঘরে ফিরে,
প্রেয়সীর কপালে লাল টিপটি দেখে যে ভালোবাসায় মন ভরে ওঠে,,,,
তেমন ই ভালোবাসাময়।।
প্রথম যেদিন ছোট্ট শিশুটি হঠাৎ ই মা বলে ডাকে,,,,,
নতুন মা হওয়া মেয়েটির হৃদয় যে মমতায় পরিপূর্ণ হয়ে ওঠে,,,,
তেমনই মমতাময়।।

জীবন কাব্য নয়, ছন্দের পর ছন্দ মিলিয়ে লেখা
প্রিয় কবির কোনো কবিতাও নয়…

জীবনটা যে শুধু জীবনই…
শুধুই জীবন……

Loading

Exit mobile version