Site icon আলাপী মন

শীতের টোটকা

শীতের টোটকা
-রাণা চ্যাটার্জী

 

 

অক্টোবর শেষ হালকা ঠান্ডা,শীতের হলো শুরু/
যে যাই বলুক,মাফলারটা বাগিয়ে নিও গুরু।

তিতলি কেবল ভয় দেখালো,অল্প স্বল্প বৃষ্টি/
পুজো প্রিয় বাঙালির আবহাওয়া খবরে দৃষ্টি।

মোটের ওপর উৎসব,পার হলো যেই দেখি/
ঠান্ডা নিয়ে শীত বাবাজি মারছে উঁকি ঝুঁকি।

বাড়িতে বাড়িতে জ্বর সর্দি,হাঁচি কাশি দোসর/
ওই শোনো কান পেতে খক খক,ঘ্যাঙর ঘ্যাঙর।

তাই তো বলি,সাবধানে ,ঠান্ডা থাকুক দূর-ই/
সর্দি গর্মি,গায়ে হাতে ব্যাথা খুবই যে বিচ্ছিরি।

সকালে মাফলার নিতেই,দেখছি তাকায় সবাই/
ঠোঁটে মুচকি হাসি,ভাবছে আজব যাচ্ছেতাই।

তবুও আমি পণ করেছি,মাফলার ঠিক ব্যাগে/
রাত বিরেতে কাশলে,কার আর ভালো লাগে!

লাগুক গরম,হাসুক লোকে,অভ্যর্থনায় শীত/
কমলা লেবুর মিষ্টি গন্ধ,হয়ে যাক সংগীত।

এবার শীত জমিয়ে নাকি,বলছিল এক রোমিও/
বিয়ের প্লান ডিসেম্বরে,ঘরে খিল,লেপে ঘুমিও।

কি ভাবছো,মুচকি হেসে, বিয়ের কথা শুনে/
মাফলারে হোক জমিয়ে প্রেম, বয়সটা নিও গুনে।

Exit mobile version