আমি একটি নদী লিখতে চাইছি…
-সঞ্জয় দাশগুপ্ত
মুহুর্ত দিয়ে তৈরী করছি জল,
দেখা দিয়ে বানালাম পাড় –
আর, অদেখাকে রাখলাম বাঁকের ওপাশে…
আলো-আঁধারি রাতগুলো দিয়ে
লিখতে চাইছি ঢেউ,
কর্মব্যস্ত দিনগুলো দিয়ে
তার বুকে লিখতে চাইছি
একটা ডিঙি –
আর, আমার সব গানগুলো দিয়ে
লিখে দিচ্ছি তার প্রবাহ…
হাসি আর কান্নাগুলো
দু’ধার থেকে মিশিয়ে দিচ্ছি জলে,
অপেক্ষাগুলোকে গাছের মত
সাজিয়ে দিচ্ছি পাড়ে,
ইচ্ছেগুলো দিয়ে লিখছি গাঙচিল –
আর, স্বপ্ন দিয়ে ভরাচ্ছি ওপরের আকাশ…
আবেগ দিয়ে জোয়ার,
আর ক্লান্তি দিয়ে ভাঁটা লিখলাম –
মুগ্ধতা দিয়ে লিখলাম
তার ছন্দময় এগিয়ে চলা…
বোঝাপড়া দিয়ে লিখে দিলাম
এপাড়-ওপার জোড়া সাঁকো…
আমি একটি নদী লিখতে চাইলাম.
বাহঃ, খুব সুন্দর..
ধন্যবাদ…