কবিতা

সঙ্গী ওরা

সঙ্গী ওরা
-তাহিরা ইয়াসমিন

 

 

যাতনা যত যতন ভরে লালন করি হৃদ ক্ষেতে,
খোয়াব না কভু ওদের হৃদয় গ্ৰন্থি হতে,
এক হয়ে আছে চিরতরে ওরা মোর সাথে,
নতুন বড়ো বেদনা যেন না পারে ছুঁতে।।

আমার দুঃসময়ের দুখের দিনের সঙ্গী তোরা,
থাক দুধে ভাতে ,সুখের রাতে আনন্দেতে,
মুঠো মুঠো ক্ষন হিসেব করে রাখিস ধরে স্মরণে তে,
অট্টহাসি ভোলাস না গো উপস্থিতি আঁধারে তে।।

তোরা আমার নোনা জলের মুক্তো ঝরা সুন্দরী,
সোহাগ ভরে মনের ঘরে রাখি পরম আদরে তে,
তোরাই আমার সহন সখী, অসময়ের সুকপাখি,
যাস না ছেড়ে, অনাদরে ক্ষনিক আলোর উলসিতে।

ওরে আমার নীল খরার রক্তঝরা পাহাড় চূড়া,
তিল সাজিয়ে তিলোত্তমা আয় না বুকের শূন‍্যেতে,
তোরাই আমার নীল সীমানা,অন‍্য ক্লেশ আসতে মানা,
আয়রে সোনা যন্ত্রণা মোর দুখের মাঝে সুখ দিতে।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page