Site icon আলাপী মন

সর্ব উৎকৃষ্ট মাতৃপ্রেম

সর্ব উৎকৃষ্ট মাতৃপ্রেম
-সানজিদা শোভা

 

মাতৃপ্রেম এর চেয়ে উৎকৃষ্ট কোন প্রেম নেই এ ধরায়,
মাতৃপ্রেম ভালোবাসার বিনিময় কোন প্রতিদান চায় না,
চায় শুধু তার বুকের ধনের মুখে হাসি তাহার খুশি।
মা তো শুধু ব্যাথাই বইতে পারে নিশব্দে…
যখন মা প্রথম অনুভব করে আমি তার কোলে আসছি

আলো হয়ে সে যে কি খুশি মায়ের
তখন থেকেই মাকে জ্বালাই,
মা কিচ্ছু খেতে পারেনা…
এপাশ ওপাশ করেও মা ঠিক মত ঘুমতে পারেনা,
পেটের মধ্য আমি লাথ মারি খেলায় মাতি

মা ব্যাথা পায় তাও মা কিচ্ছু বলেনা,
আমার সাথে কথা বলে,গান শুনায়

এটা ওটা খাবার বায়না ধরি মা কষ্ট হলে এনে দেয়
না দিতে পারলে দুচোখ ভাসায়,
যখন আমি ভূমিষ্ঠ হলাম,মাকে পাজর ভাঙ্গা কষ্ট দিলাম..
মা তাও আমায় কিছুই বললো না, হাসি দিয়ে বুকে টেনে নিলো,
এ নাকি তার স্বর্গ সুখ,জীবনের পরম প্রাপ্তি..
মায়েরা এমন কেন হয়?
রাতে পর রাত মাকে জাগানো শুরু হলো আমার,
মা নিঘুম কাটালো রাতের পর,
আমায় হাত ধরে হাটা শিখালো,মুখের বুলি শিখালো
এটা সেটা বায়না পুরন করলো…
আমার কত শত জ্বালাতন সয্য করে তাও মা আমায় কিছুই বলেনা…
মায়েরা এমন কেনো হয়?
ভালোবাসি মা ভীষণ ভালোবাসি তোমায়…
উৎসর্গ মা তোমায় আমার সকল ভালোবাসা।

Exit mobile version