Site icon আলাপী মন

সুপ্ত ভাবনা

সুপ্ত ভাবনা
-পরিতোষ রায়

 

 

সকাল থেকে রাত অবদি
সারাদিন শুধু কাজ |
তারই মধ্যে সময় পেলে
গড়ি ছন্দের ভাব |
ছন্দ আসে অনেক কিছুই
পারিনা লিখিতে |
লিখলে পরে সমাজ নেতারা
করে দেবে একঘরে |
বিদ্রোহ তো মনের মধ্যে
সুপ্ত হয়ে আছে |
ছন্দের মধ্যে কখনও তা
পারিনা মেলাতে |
এই কারনে সব ছেড়ে আজ
লিখি প্রেমের গান |
মন কোঠরে লুকিয়ে থাক
বিদ্রোহীর নাম |

Exit mobile version