আমরা আগিয়ে চলেছি
-নদেরচাঁদ হাজরা
জ্বলন্ত অগ্নিপিন্ড রূপে সৃষ্টি হয়েছিল একদিন তৃতীয় গ্রহরূপে
তারপর ঘটেছে অনেক ঘাত প্রতিঘাত
শীতলতা উদ্ভিদের আবির্ভাব
প্রাণীর সৃষ্টি ;
সবার শেষে এল মানুষ
আজ শাসন করে চলেছে পৃথিবী ৷
গুহাবাসী আদিম মানব থেকে গ্রামীণ মানুষ ,
ক্রমান্বয়ে শহর নগর মহানগর
আধুনিক থেকে আধুনিকতর
পরিশীলিত মানুষ আজ আমরা
গর্বে ফুলে ওঠে বুক
একমূহুর্তেই হাতের মুঠোয় গোটা ধরিত্রী
পোশাকে আধুনিক সভ্যতায় আধুনিক যুগের প্রতিভূ আমরা ৷
তবুও মন !
তার কতোটা হয়েছে আধুনিকতার পরিশীলন !
মনের পশুত্ব ভাব কতোটা ঘুচেছে আজ ?
বর্বরতা কতটা হয়েছে দূর ?
নাকি জটিল প্যাঁচানো মন
ক্রুরতায় অাবদ্ধ মন আধুনিকতার প্রতিভূ ?
হিংস্রতায় ভরিয়ে দেওয়াই কী আধুনিকতার লক্ষণ ?
আত্মপরতায় ভর থাকাই কি আধুনিকতার ছবি ?
কে দেবে উত্তর আজ ?
মেলেনা উত্তর এখানে ৷
চুপ করে থাকে সব ৷
শুধু বড়াই করার জন্য সব বাহ্যিক আড়ম্বর
অন্তরে রয়ে গেছে আদিম প্রবৃত্তি
বিষাক্ত নিঃশ্বাসে পুড়ে যায় সব মানবিকতা
পড়ে থাকে আধুনিকতার কঙ্কাল ৷
তাই নিয়ে সবে লাফালাফি করি আজ সভ্যতার গর্বে ৷