Site icon আলাপী মন

উষ্ণতার খোঁজে

উষ্ণতার খোঁজে
-শিবশঙ্কর মণ্ডল

 

 

নৈসর্গিক আলোর অস্থির বিন্দুটা
নিজেকে পরিক্রমা শেষে মিলিয়ে
যায় নিরবচ্ছিন্ন হেমন্ত হরিৎ
জোছনার মায়াবিনী নদীটার স্রোতে।
বিজন বনানীর আরণ্যক পথে
সেই কবে হলুদ বসন্ত এসে
জামরুলের ফলের ভেতর বিবাগী
স্বপ্ন এঁকে পরিতৃপ্ত অমরাবতীতে
স্মৃতির ছায়ায় খুঁজেছিল একটু
শীত শীতল উষ্ণতা।

স্মৃতি হতে চাওয়া সাধের জীবন
পুবালী ভোরের কমলা আভায়
ঘুম ভাঙা নক্ষত্রের মতোই
চেয়ে দেখে রাতের আঁধারে
মিলিয়ে গেছে কত ঘুমাবৃত
স্বপ্নালু তারার নীল নীল আঁখি।
ঐশ্বর্যের আড়ম্বরে ঢাকা আগুন
স্তিমিত মনের গহ্বরে আজো
অনুক্ষণ খোঁজে কুয়াশা, বৃষ্টি, হিম
শেষে একটু সোনালি রোদ্দুর।

Exit mobile version