Site icon আলাপী মন

হারানো দিন

হারানো দিন
-অমিতাভ সরকার

 

 

ছয় তলায় ব‍্যালকনিতে বসে মাঝে রাতে
শৈশব খুঁজি কংক্রিটের জঙ্গল ভেঙ্গে,
ডান দিকের ইমারতের তলায় ছিল বাঁশ বাগান,
পাশ দিয়ে উঠতো চাঁদ।
আমরা ভাই বোন সবাই মিলে উঠোনে বসে,
চাঁদ বুড়ির চরকা কাটা দেখতাম।
পাশের ডোবাতে ছিপ দিয়ে কত মাছ ধরেছি।
সামনের ছোট মাঠে ছোটাছুটি ,কাগজ কুড়িয়ে গোল গোল বল তৈরি করতাম সুতলি দিয়ে বেঁধে,
তাই নিয়ে দাপাদাপি। বর্ষার ডোবায় সাঁতার কাটা কি আনন্দ!
আম কুড়ানো সকালবেলায় ঝালনুন পকেটে নিয়ে ,আম কুড়াতে কুড়াতে স্কুলে যাওয়া।
কাঁচের গুলি ,মাটির গুলি, লাটিম ঘোড়ান দিনগুলো সব কোথায় গেল?
ঘুড়ি ,লাটাই ,সূতোয় মাঞ্জা দেওয়ার সময় খুঁজি মনে মনে।

গাছ তলাতে ধারাপাত, ক্লাসের শেষে রুমাল চুরি খেলা,

কোথায় পাবো আর কোনদিন?
সাঁঝের বেলার লুকোচুরি হারিয়ে গেছে কোন খানে ,

ঠাকুমার আদর কোথায়? মাসি পিসির স্নেহ?
এই বয়সে স্বপ্নে ভাসা;– ঝিঁঝিঁপোকার কান্না শোনা– আর জোনাক জ্বলায় তারা গোনা!!

Exit mobile version