Site icon আলাপী মন

আঁখি

আঁখি
-তোফায়েল আহমেদ

 

 

আঁখির দৃষ্টি,তুমি শব্দের প্রিয়কে প্রথম যেদিন
নিষ্পলকে দেখে দলে দলে,
তার ভালোলাগার কথা আঁখি শুধু কন্ঠ বেয়ে
গোপনে অন্তরকেই বলে।

দৃষ্টির নির্যাসে ধরে ভালোলাগাটা বহন করে
অন্তরের মূলে নেয়,
অার সূক্ষ্ম অন্তর আঁখির কথায় বিশ্বাস করে
তখনই সহমতে রায় দেয়।

সেই থেকে শুরু হয় সুখের উৎসাহ উদ্দীপনা
প্রেরণার ফুটন্ত চলন,
ভালোলাগার ভেতর থেকে উদিত হয় সহসাই
ভালোবাসার অনিন্দ মুখরিত বলন।

আঁখির কারণেই অনুভব- অনুভূতিরা জাগে
মনের পাগলামী হৃদয় আঁকে,
ধূর্ত মন চঞ্চলে চলে, দৃষ্টিকেই মিতালী বানায়
আলো আঁধারীর সংশয়ী ফাঁকে।

আঁখির নাগালে আঁখি পড়িলে পলকে নাচে
হৈ চৈ পড়ে তরুণ তরুণী পারায়,
স্নিগ্ধ আবেশে কাছে ডাকে, ঐ আঁখি নেশার
ছোবলে,তীক্ষ্মতাকে সুধায় ধারায়।

আঁখি মনের কথা বলে,ভালোবাসার আঁখিরা
সহসাই তাহা বুঝে,
পৃথিবীটা যে আঁখিতে দেখে,সেই আঁখির কষ্ট
হয় ভালোবাসাকে না দেখিলে রোজে।

হৃদয়ের যত কথা, মনের কাঁধে চড়ে আঁখির
দৃষ্টিপাতেই প্রকাশ পায়,
একই হৃদয়ের ব্যথা, মনের ক্রন্দন, ভালোবাসা
হারালে, আঁখিতেই দেখা যায়।

Loading

Exit mobile version