Site icon আলাপী মন

প্রথম গোলাপ

প্রথম গোলাপ
-শুভঙ্কর অধিকারী

 

 

অনিমেষ,
তোমার দেওয়া গোলাপটি রেখেছি আপন করে,
আজও ডাইরির পাতার মাঝে রেখেছি যত্ন করে!
হ্যা অনিমেষ! তোমার দেওয়া সেই গোলাপ!
তাতে প্রথম প্রেমের আবেগ মেশানো উচ্ছাস
তখন আমার ফার্স্ট ইয়ার বেঙ্গলিতে অনার্স!

হাজার স্বপ্ন দু’চোখ বিভোর নতুন ভোরের খোঁজে
তোমার সাথে প্রথম দেখা সেদিনই ছিল প্রথম কলেজে!
সিড়ির ধাপে ওঠানামার মাঝে হঠাৎ চোখাচোখি,
হাজার ভিড়ের মাঝে ও তবু তোমায় খুঁজতে থাকি!
মনের মাঝে উথাল পাথাল অচেনা এক ঢেউ,
প্রথম ভালোলাগার স্পর্শ পেলাম তবু জানলো নাতো কেউ!
তোমার তখন লাস্ট ইয়ার বাকি ছিল ক’টা মাস
তখন আমার ফার্স্ট ইয়ার বেঙ্গলিতে অনার্স!

অল্প অল্প কথার মাঝেই আলাপ হল জাগলো মনে আশা
তখন থেকেই তোমায় নিয়ে আঁকছে ছবি আমার ভালোবাসা!
ক্লাস কামাই করে তোমার সাথেই হত কথার ফুলঝুরি
কখন যে মন হারিয়ে যেত তোমার সুরেলা গানে!
কত সময় পার হয়ে যেত সেই কৃষ্ণচূড়া গাছের নিচে
অনিমেষ! সে সব দিন গুলো কি রেখেছ তুমি মনে!
তোমার তখন কলেজও শেষের দিকে বাকি ছিল কটা ক্লাস!
তখন আমার ফার্স্ট ইয়ার বেঙ্গলিতে অনার্স!

অনিমেষ!
কলেজের শেষ দিনটা কি আজ তোমার মনে আছে,
সে দিনটা ছিল যে বহু প্রতীক্ষিত আমার কাছে!
গোলাপ দিয়ে শেষ বিকেলে করেছিলে প্রেম নিবেদন
সেই কৃষ্ণচূড়ার তলে
মুখ লুকিয়ে তোমার বুকে ভাসিয়ে ছিলাম সেদিন
আমার আঁখি জলে!
সেই থেকে পথ চলা শুরু তোমারই হাত ধরে
হয়ে গেছে বছর কুড়ি পার,
ভালোবাসার পরশে প্রেমের বাঁধনে বাঁধা
তোমার আমার স্বপ্নের সংসার!
তবু যত বার দেখি সেই গোলাপ খানি
ফিরে পাই যেন সেদিনের উচ্ছাস,
যখন আমার ফার্স্ট ইয়ার বেঙ্গলিতে অনার্স!

Exit mobile version