কবিতা

মনের স্বপ্ন,,,

মনের স্বপ্ন,,,
-সত্যদেব পতি

 

 

জীবনের অর্ধশত বছর পেরিয়ে এলো প্রেম,
আনন্দময় করলো জীবন মন্দির চত্বর,
কতো রঙিন ফুল,কতো পর্যায়ী পাখিরা কুজন করলো,
বসন্ত এলো অসময়ে….
আমি আপ্লুত তোমার রূপে গুনে কথার মালাতে,
ভালোবাসার কোনো বয়স নেই না কোনো বাধ্যতা–
তাই তো হৃদয়ের সবটুকু তোমার আঁচলে দিলাম ঊজাড় করে,
তুমিতো সবটুকু দিয়েছো নিয়েছি সব কিছু.,
জানতাম না প্রেমে এত জ্বালা,সবকিছু নিয়েও মনে আরো কিছু পাওয়ার বাসনা প্রতি পলে…
তুমি তো কিছুই অদেয় করোনি,
তাহলে কেন আরো বেশী চায় এই পাগল মন?
তোমার মন, বিশ্বাস মান-সম্ভ্রম সবই তো আমাকে দিয়েছো,
আর কিই বা আছে তোমার দেওয়ার?
মনে হয় এই মনের চাওয়ার কোনো শেষ নেই…
তাই সবসময় সে চিৎকার স্বরে বলে আরো চাই,
তুমি কষ্ট পাও এ মন সেটাও মানতে পারে না,
তেমনি তুমি দুরে যাও এটাও চায় না…
তাহলে কি চায় এ মন?
সব সময় চায় তুমি একান্ত নিবিড়তায় শুধু আমার হয়ে থাকো—

Loading

Leave A Comment

You cannot copy content of this page