অলীক
– সীমা চক্রবর্তী
এই যে তুমি যেমন আছো তেমন থাকো, আমারই থাকো
নাম না ধরেও আমায় তুমি কাছেতে ডাকো, হৃদয়ে রাখো।
তোমার সাথে কাটাই আমি সারাটা দুপুর, অলস দুপুর
রুমঝুম করে অবিরত বাজে লাজের নুপুর, স্বপ্নের সুর।
যদিও আছো আমার থেকে অনেক দূরে, বড্ডো দূরে
কথাগুলো সব কল্লোলিত মুঠোফোন জুড়ে গানের সুরে।
দেখা না দেখার ওপারে রয়েছি আমরা দুজন, শুধুই দুজন
জানি সবই অলীক তবুও তুমি আমার সুজন, কাকলি কূজন।
ভালো লাগে খুব অবসরে বসে ভাবতে, এটুকু ভাবতে
মিষ্টি মধুর হাসি দিয়ে ভরে রাখতে, যদি থাকতে।
লাল নীল সাদা মেঘ হয়ে ঝরে তোমার কথা, আমার কথা
সবই তো অলীক, সত্যি শুধু নীরবতা, এই কবিতা।