দাঙ্গা
–সোহিনী সামন্ত
মরণের অস্তিত্ব ব্যক্ত করে ভেদাভেদী ত্রিশূলের
জন্মজন্মান্তরের বিষাক্ত মনের
বিস্ময়ের আয়না…আয়নায় প্রতিফলিত হয়
হিংসা, দ্বেষ, জাত ভেদাভেদীর
কোমল প্রতিবিম্ব …প্রতিবিম্ব ভেঙে দেয়
কাঁচের পাটাতন …গুঁড়িয়ে দেয় প্রেম,
ভালবাসা ও বন্ধুত্বের সেতুবন্ধন..
তেঁতো বিশ্বাসে অগ্নিকুণ্ড জ্বলে ওঠে …
লাঠালাঠি হয়ে বিবেক ক্লান্তিতে শুয়ে থাকে…
অব্যক্ত নিশি প্রেমের অবগুণ্ঠনে
ভোরের আলো শিশির ভেজা কুয়াশায় পরিণত হয়..
মৃত আত্মার খোঁজ কেউ রাখে না … শেষ হয়ে যায় সর্ব বাসনা …।।