মহানগরের গরীব
-সৌরভ ঘোষ
গরীবের সংসারের রং মনখারাপ…
লম্বা লোকটাও মাথা নিচু করে
ছোট্ট ঘরে সেঁধিয়ে যায়।
সেখানে ফ্লাইটের ওঠানামার শব্দ
আর মিটমিটে লাল নীল আলো।
গ্যারেজে খারাপ, রঙচটা বাইকের মত
কাঁধে কাঁধ মিলিয়ে ওরা দশ বা বারো।
পাঁচিলের ওপাড়ে-
গগনচুম্বী ক্যাপসিউল এলিভেটরের ভেতর দিয়ে
দিন-রাত ওদের চালে ছায়া নামে…
মহানগরী ব্যস্ত,
রাতের রাজপথ এল.ই.ডি.তে ঝকমক,
পীচ
চকচকে
ব্ল্যাক
বাঙ্কোয়েট
তার নীচে জ্বলজ্বলে অনেক চোখ,গরীব…