Site icon আলাপী মন

কোলাজে প্রেম

কোলাজে প্রেম
-রিতম কর

ঠিক এক বছর আগে তোকে যেদিন প্রথম দেখা,
সেদিন রাতে ঘুম হয়নি আমার,স্বপ্নগুলো

গীতবিতানে সাজিয়ে রেখে শুনেছিলাম জয় গোস্বামী,
সেদিন তোকে বলিনি কিছুই, তুই যদি প্রশ্ন করতিস,

এই ছেলেটা নাম কি রে তোর?
আমি কি বলতাম! ফুসমন্তর?
ধুর, ওরম আবার হয় নাকি…
কয়েকদিনেই তোর মধ্যে হারিয়ে গেলাম কেমন কেমন,
হতে পারে সেই অমিত আর লাবণ্য যেমন।
আমি তোকে সুনীল গঙ্গোপাধ্যায় শোনালাম,
তুই খোঁজ দিলি কিছু রাতজাগা পাখির দলের।
বিকেল বেলা পাড়ার আড্ডা সেলফোনে মাতে,
কিন্তু মন মোড়ের মাথায় মনখারাপেই দারুন মানায়।
ততদিনে তোর জন্য লিখে ফেলেছি এক পৃথিবী।
মায়ের চোখে চোখ পড়তেই,এক দৌড়ে হাজির ছাতে
তখন অষ্টমী মন চুপিচুপি নতুন কোনো ছবিতে মাতে।
একদিন সন্ধ্যে আলো গায়ে মেখে তোর সাথে সেই হঠাৎ দেখা,
নীলাভ হাসির আবছায়াতে,অল্প একটু ছোঁয়া

আমার সমস্ত কালবেলা উথালপাতাল হয়ে যাওয়া

এক আকাশ ভালোবাসতে চাওয়া….

আজ এসে এই এতগুলো দিনে,ডানা মেলেছে ইচ্ছে ডানা,
তোর কথা ওই ডাইরিটা জানে, কিন্তু সবাইকে যে বলতে মানা।
আবার কোনোদিন পাঞ্জাবিতে রং লাগাবে নীলচে সাজ,
সেদিন না হয় সাজিয়ে দেবো তোর সামনে আদর কোলাজ।

Exit mobile version