স্রোতোস্বিনী
-জ্যোৎস্না ভট্টাচার্য ত্রিবেদী
ওলো — ও নদী, তুই চললি কোথা,
কোন অজানার দেশ…
কোন সে অচীন পুরে পাবি
অজানা ‘ সন্দেশ’।।
কোন সাগরে মিলতে রে তোর
পাগল পারা গতি…
গ্রাম গঞ্জ ভাসিয়ে ছুটিস, লাজ নেই এক রতি…!!
ঘর দালান আর পুকুর বাগান
কোথায় যে যায় ভেসে…
উন্মাদিনীর ধ্বংস লীলায়
মুছে যায় নিঃশেষে।।
জন-জানোয়ার,বিভেদ কি আর
তোর কাছে সব এক…
জোয়ান বুড়ো কচি শিশু
(তোর) স্রোতে ওই ভাসে দেখ।
ঘর ভাসিয়ে, গ্রাম ভাসিয়ে
ছুটিস যাহার প্রতি,
সে কি রে তোর অমর প্রেমী
গত জন্মের পতি…!!
চার পাশে সব ধ্বংস করে
মিলবি তারি সনে,
তোর প্রেমী কি ভুলবে রে তোর ভালোবাসার গানে…?
তোর মতো তার ‘শতেক’ প্রিয়া
ঝাঁপিয়ে পড়ে বুকে
সবাইকে সে গ্রহণ করে
মেলায় পরম সুখে।।
তুই ও তো সেই মিলিয়ে যাবি
হারিয়ে যাবি আর,
নামটাও যে থাকবে না তোর
গাল ভরে ডাকবার।
সাগর জলে মিলেমিশে নদীর জীবন শেষ…
উজার করে দেবার তরেই
নদীরা নিঃশেষ।।