অন্য জীবন

অন্য জীবন
-সঞ্জয় দাশগুপ্ত

 

 

ওখানে শীর্ণ নদীর কায়ায়
সময় থমকে গেছে,
ঝুরি বুনে বুনে জটাধারী বট
ওখানে দাঁড়িয়ে আছে…

পাথরে-ফাটলে জেরবার
ওই রুগ্ন অগ্রগতি,
তবু চরাচরে ওখানেই কেউ
কষছেনা লাভ-ক্ষতি…

ওখানে একলা মুথা-ঘাস
তার শিকড়ের সংগ্রামে;
সাক্ষী কেবল রোদে পুড়ে যাওয়া
আকাশ, দিবস-যামে…

তবু সেখানেই বটের ঝুরিতে
বাবুই-এর বাসা বাঁধা –
নিবিড় মমতা করে চলে সেথা
জীবনের মুসাবিদা…

Loading

Leave A Comment