Site icon আলাপী মন

একটি মায়ের কাহিনী

একটি মায়ের কাহিনী
-শচীদুলাল পাল

 

 

অন্তঃস্বত্ত্বা মা কত স্বপ্ন কত বাসনা,
সন্তানের আগমনে পূর্ণতার কামনা।
শারীরিক মানসিক সমস্যা শেষে হবে ভালো,
সন্তানের মা ডাকে সব ভুলে দেখবো আলো।
হঠাৎ একদিন পৌঁছে গেলাম হাসপাতালের বিছানায়।
খুশী নার্স আয়ার যত্ন, ডাক্তারের চিকিৎসায়।
সূতিকাগৃহ সবুজ গাউন মুখঢাকা লোকজন।
অবশ শরীরে শুনি স্পষ্ট শিশুর ক্রন্দন।
মুখঢাকারা বলল, “জন্ম দিয়েছো মৃত সন্তান!”
অব্যক্ত যন্ত্রনায় বুক ফাটা আর্তনাদ ক্রন্দন।
আজ আমি স্থবির বুকে অসহ্য বেদনা।
আমি যে শুনেছি সদ্যোজাতের কান্না।
সন্তানকে তোরা করেছিস বিক্রি মুখোশধারীর দল।
বুকফাটা হাহাকার শূণ্যতার স্রষ্টা দালালের শিকল।
ধবধবে সাদা হাসপাতালের বিছানায়।
শুধু জন্ম নয় সন্তান বিক্রিত হয়ে যায়।
দাও ফেরত ফিরিয়ে দাও সন্তান আমার।
ওরে ফিরে আয়, মা বলে ডাক একবার।

Exit mobile version