
অনৈশ্বরিক
অনৈশ্বরিক
-নৃপেন্দ্রনাথ মহন্ত
মানব-সন্তানের কাঁধে ভর দিয়ে
ঈশ্বরী ফিরে গেছেন ঐশ্বরিক পুত্রকন্যাসহ।
ভক্তদের বিধ্বস্ত শরীর আর স্বপ্নভাঙা চোখে
শুধু ধুলো-বালি ভরা ধোঁয়াশার জাল
কখনোবা আতঙ্ক ভাসে বারুদের ত্রাসে।
অথচ দুদিন আগেও
জীবন্ত ছিলো সব শিরা-উপশিরা
ঝড় হয়ে এসেছিলো
সকলের মধুময় সেই ছেলেবেলা
সব এলোমেলে করে দিয়ে
দিনগুলো হেসেছিলো খিল্ খিল্ করে।
এখন আবার শুরু রাজনীতির সমস্ত মণ্ডপে
বানানো কথার জাদুমন্ত্রে জেগে ওঠা
মনখেকো অনৈশ্বরিক প্রেম ;
এখন কারোকারো ঠোঁট যেন আসঙ্গলিপ্সায়
অস্থির হয়ে ওঠে
ছুঁতে চায় হৃদয়ের সমস্ত বন্দর।


One Comment
Anonymous
বেশ লাগল!