গোপন বোবা অভিমান

গোপন বোবা অভিমান
-অজয় চৌবে

 

 

ছন্দহীন মনের গোপন কথা আর বলবো না
কখনও কোনোদিন বলবো না,
– কেমন করে অন্তর মনের স্মৃতির গভীর কবর থেকে
উঠে আসো তুমি কারণে -অকারণে?-
বলবো না- আর কখনও কোনোদিন বলবো না।
রাত্রি নিঝুম, -বোবা শূন্যতা কেমন করে ভাবে তোমাকে কাল্পনিক কল্পনায়?
– না আর বলবো না, -কখনও কোনোদিন বলবো না।
কেমন করে তোমার অবহেলার চাদরে
আমার তোমার প্রতি নাবালক ভালোবাসা
মুখ ঢাকে অভিমানী অদৃশ্যমান মুখোশে ?
না আমি বলবো না, – আর কখনও কোনোদিন বলবো না, -কারণ? –
তোমার কদাচিৎ অহেতুক নির্বাক নীরবতায় আমারও তো হয় ? –
গোপন বোবা অভিমান।

Loading

Leave A Comment