অপেক্ষা
-অমরেশ কুমার
দূর হতে বহু দূরে
ডাক আসে সুরে সুরে
বসে আছি একা তীরে
কখন আসবে ফিরে ,
নিঃস্তব্ধ চারিদিক
বাতাস হাসিছে ফিকিফিকি
মনেতে অভিমান রাশি রাশি
মুখেতে নেই কোন হাসি ;
মনেতে ব্যাকুল ঢেউ
তবুও সাথে নেয় কেউ
হৃদয়ে রয়েছে তারই ভালোবাসা
তাই আজও তার ফেরার আশা ।।
সহসা আকাশ পানে চেয়ে দেখি –
দেখিতে পাই তার করুণ আঁখি
ধূসর সাদা মেঘের সাথে
যায় সে ভেসে সূদুর পথে
দূর হতে দূরে যাই সরে সরে
মুছে যায় চিরতরে ,
ভেসে চলে যায় মোর সাথী
ছল ছল করে মোর আখিঁ ।।
পাছে নদী বয়ে যায়
মৃদু হেসে কয় ,
“আমিও সাথী হারা
যাইনি এখনও মারা
প্রকৃতির নিয়মে বহু পথ বহে এসে
পেয়েছি তোমায় শেষে ;
চলো একই সাথে যাই বয়ে
নিয়তির আপন মনের দেশে ।