Site icon আলাপী মন

হেমলক বিষ

হেমলক বিষ
-রিতম কর

 

 

রন্ধ্রে মিশেছে মোর হেমলক বিষ,
আমি রুদ্ধ তাপস হয়েছি ছাই।
আমি মনের জ্বরে হয়েছি লাশবন্দী,
নরম পিয়াসী মনের সন্ধান চাই।
তুমি বেঁধেছো মোরে চোরাবালি রূপে,
নোনা জলের ঢেউয়ে ভেসে হয়েছি শেষ।
তোমার অশনি সংকেত পুষে রাখা,
সেতো আমার মজ্জাগত অভ‍্যেস।
ভালোবাসি তোমায় অধিকার আছে তাই,
ছুঁয়ে দিয়ে গাল দুটো একটা কথা বলার।
আমি মালিক হতে চাই না তোমার,
তবে আর্দ্র সে বাগানের মালি হতে চাই।
প্রেমের খেলা শেষে যদি মরে যাই,
তবুও বেঁচে থাকবে অমর লড়াই।
যদি ভালোবাসা সত‍্যি খাঁটি হয়,
কফিনের কাপড়ে লিখে যাব শুধু তোমাকে চাই।।

Exit mobile version