Site icon আলাপী মন

গণহত্যার আসাম

গণহত্যার আসাম

-সৌরভ দত্ত 

 

 

মৃত্যুর মাঝখান দিয়ে কেটে যায় সকালগুলো-
হত্যার পাপ নিয়ে সন্তান আজও ভূমিষ্ঠ…
উজান আসাম গুলির শব্দে জেগে ওঠে আততায়ীর গান
মৃত্যু তাহাদের টেনে নিয়ে যায়
সেতুর উপরে কোনও আলফা চিহ্নময়
যত্রতত্র বুকে বেঁধা বুলেটের ঘ্রাণ-
রুটির বদলে বুলেট; ধর্মের আদলে বুলেট
কেউ যেন প্রতিদিন চোখের কোণে ঢেলে দিচ্ছে বিদ্বেষের বিষ
ভাবি এরা কারা!
হাররোজ মেরে যায় সম্বুদ্ধ আমার বিবেক…
ধর্মহীন,ভাষাহীন,রাষ্ট্রহীন সংখ্যালঘু-তথাগত প্রাণ
ভোটপঞ্জি থেকে বিতারিত পড়ে থাকে ইতিহাস—
রক্ত আখরের হাহাকার জুড়ে কালো ধূসরতার পাপড়ি ছড়ানো
অনেকগুলি ফুল অথবা রূপক।

Exit mobile version