কিছু জলন্ত আগুনের সঙ্গে

কিছু জলন্ত আগুনের সঙ্গে

-অনোজ ব্যানার্জী

 

 

কিছু জলন্ত আগুনের সঙ্গে,,সেদিন হঠাৎ-ই,
সামান্য একটু মোকাবিলা হয়ে গেল আমার,
হাতে লাগলো ছ্যাঁকা,,,সেকি,,জ্বালা!!
আঙুলে পড়লো,, মস্তবড়ো ফোস্কা,,
কি বোকা আমি!  আগুন নিয়ে খেলা!
কিন্তু  হয়তো  অনেক আগুনই বেশ   বেশ   ভালোবাসে আমাকে এখনো,

আমার এই স্থূল দেহটাকে পুড়িয়ে পুড়িয়ে… করে দিতে চাই কেবল ছাই…

আর আমি তখন, আমার সূক্ষদেহ নিয়ে অসহায় শিশুর মত দেখব চেয়ে চেয়ে??
ভাবছি! ওই জলন্ত আগুনটাকে আমি এবার,,
বন্দী করে দেবো রেখে আমার নিরুত্তাপ মনের খাঁচায়   চিরতরে।
তারপর জলন্ত ভিসুভিয়াস আগ্নেয়গিরির মত
দেবো ছড়িয়ে সারা বিশ্বের… মানুষের…প্রাণীদের… অন্তরের
চেতনার অণুপরমাণুতে,
ওরা করবে লড়াই নরপিশাচদের সাথে।
মাঠেঘাটে, হাটেলাটে,,অলিগলি, রাজপথে,
আঁধারে-আলোয়,বনেজঙ্গলে…
পুড়ে পুড়ে সোনা হবে খাঁটি।
খাঁটি হবে ধরনীর মাটিজল,বায়ু, হবে অমর…
সত্যের, ধর্মের,,সুন্দরের, পরমায়ু, আয়ু।

Loading

One thought on “কিছু জলন্ত আগুনের সঙ্গে

  1. এই কবিতাটিকে স্থান দেওয়ার জন্য আমি খুবই খুশী। সংশ্লিষ্ট অথরিটিকে জানাই আমার আন্তরিক প্রীতি,, শুভেচ্ছা, কৃতজ্ঞতা।

Leave A Comment