রাধারাণী ফিরবে না

রাধারাণী ফিরবে না
-শচীদুলাল পাল

 

 

শুকনো বিবর্ণ অভুক্ত রাস্তায় হতদরিদ্র বালিকা,
শরীরে বোটকা গন্ধ,ডাস্টবিনে খোঁজে খাবার পিঠে ময়লা বস্তার পেটিকা।
প্রায় উলঙ্গ বয়স নয় থেকে চৌদ্দ চায় তারা বাঁচতে,
ধোপ দুরস্ত ধনীর নন্দন স্কুল ব্যাগ পিঠে দেখে তাদের আসতে।
তারাই আসে রাতে দামি গাড়ি মদের ফোয়ারা, ইংরাজি বুলি,
উনিশ কুড়ির দল অন্ধকার গলি নিয়ে যায় তুলি।
একে একে শরীরের চাপে নেতিয়ে পড়ে সয়ে যায়।
শুধু নোটের তাড়া নয় বিনিময়ে প্রতিশোধও নিতে চায়।
নিরাপত্তাহীনা নিরাভরণা শীর্ণা করি তোদের অর্পণ,
তোরাও নিরাভরণ নিরাপত্তাহীন হয়ে কর সমর্পণ।
অভুক্ত গরীব নিরাশ্রয়া বালিকা অবলা।
যে বিষ বইছে, তোদের শরীরে ছড়িয়ে নেব বদলা।
মারণ রোগ বীজানু আমাদের রক্তের কোণায় কোণায়।
তিলে তিলে মরবি তোরা বাঁচবিনা
কোন চিকিৎসায়।
রামপ্রসাদের বেড়ার ধারে দড়ি হাতে বা গফুরের আমিনা!
মাহেশের রথ থেকে অবিক্রীত মালা হাতে
আঁধার রাতে পিছল পথে আজকের রাধারাণী আর ফিরবেনা।

Loading

One thought on “রাধারাণী ফিরবে না

Leave A Comment